Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে   ৬৫ টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ১০নং মিরাশী  ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

ক) নাম – ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –(২৩.০৮ বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –  ৩৩০০০জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা –  ৬৫ টি।

ঙ) মৌজার সংখ্যা –  ১৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা - ৬ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/টম টম।

জ) শিক্ষার হার – ৩৯.৯৭%।

(এর শিক্ষা জরীপ অনুযায়ী) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-   টি,

উচ্চ বিদ্যালয়ঃ  ২ টি, মাদ্রাসা- ২ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –  মোঃ রমিজ উদ্দিন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৩ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ – ১৮/০৭/২০১৬ইং

২) প্রথম সভার তারিখ – ১৮/০৮/২০১৬ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৭/০৮/২০২১ইং

ঢ) গ্রাম সমূহের নাম – পীরেরগাও, পাকুড়িয়া, আদ্যারগাভী, আইতন, সৈয়দাবাদ, কাইছতলা, বাদশারগাও, আদমপুর, মুছিকান্দি, রাধা বল্লবপুর, আনন্দপুর, জয়দেবপুর, শ্রীবল্লবপুর, হরিহরপুর, হরিপুর, গাতাবলা, কৃষ্ণপুর, নোয়াপাড়া, নোয়াবাদ, সাত্তালিয়া, নরসিংহেরগাও, আব্দাছালিয়া, আসলা, পড়াঝার, জয়নাবাদ, ময়নাবাদ, হিমালিয়া, লালকেয়ার, চামলতলি, হরিনমারা, রুপসপুর, জলিলপুর, গাজীপুর, ফরিদপুর, ভেলারজুম, হুরপাড়া, আমতলা, পীরপুর, আমিরপুর, জালিয়াবস্তি, কুমারকাদা, গোয়াছপুর, আলোনিয়া, রতনপুর, গোবিন্দপুর, ভবানন্দপুর, বড়াব্দা, একডালা, ভুইয়াতলী, লাতুরগাও, লাদিয়া, রাকি, মহদিরকোনা, কাকাউশ, নিশ্চিন্তপুর।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন, দফাদার ১ জন ।